নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া থেকে আটক ৫০ জামায়াত-শিবির নেতা কর্মীর মধ্যে ৩৩ জনকে কারাগারে এবং ১৭ জনকে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে কড়া পুলিশ প্রহরায় অভিযুক্ত জামায়াত-শিবির নেতা কর্মিদের সিংড়া থেকে জেলা সদরে নিয়ে আসা হয়। পরে তাদের নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে রেজাউল করিমের আদালতে হাজির করা হয়।এসময় বিচারক ৩ নেতা সহ ৩৩ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অবশিষ্ট ১৭ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে পাঠানো হয়। শুনানী শেষে ট্রাইব্যুনালের বিচারক এমদাদুল হক তাদেরকে যশোরের কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। গতকাল মঙ্গলবার দুপুরে সিংড়া উপজেলার চকগোপাল এলাকা একটি বাড়ি থেকে জেলা জামায়াতের সাবেক আমীর বেলালুজ্জামান, জেলা ছাত্র শিবিরের সভাপতি হামিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সহ দলের ৫০ নেতা কর্মিকে আটক করে পুলিশ।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০