নাটোর প্রতিনিধি: ‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন” এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে শুরু হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে জেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে শহরের মাদ্রাসা মোড় থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা কালেক্টরেট ভবন চত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সিভিল সার্জন ডাঃ আজিজুল ইসলামের
সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান সাজেদুর রহমান খান, স্থানীয় সরকারের উপ-পরিচালক গোলাম রাব্বানী,নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত,নাটোর সদর হাসপাতালের আবাশিক চিকিৎসক ডাঃ মাহাবুবুর রহমান। ২৩ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত এই জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হচ্ছে।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০