নাটোর প্রতিনিধি: নাটোরে জমে উঠেছে ঈদের কেনা-কাটা। এখন শেষ মুহুর্তের কেনা-কাঁটায় ব্যস্ত সময় পার করছেন নাটোরের ক্রেতা ও বিক্রেতারা। ছেলে-বুড়ো আর নারী-পুরুষ সবাই ছুটছেন নিজেদের পছন্দেও সামগ্রী কিনতে। শহরের উত্তরা সুপার মার্কেট, সাদেক কমপ্লেস, জয়া মার্কেট, রোজি মার্কেট, মনসুর রহমান মার্কেট সহ বিভিন্ন বিপণী বিতান, শপিং মল আর ছোট-বড় সব মার্কেটগুলোতেই সকাল থেকে শুরু হয়ে অনেক মধ্য রাত পযন্ত চলছে কেনা-বেচা। এসব মার্কেটের দোকানগুলোতে বিভিন্ন দেশী
কাপড়ের পাশাপাশি বিদেশী কাপড়ও বিক্রি হচ্ছে চোখে পড়ার মত। তবে এবার গরমের কথা চিন্তা করে ক্রেতারা দেশী সূতী কাপড়ের দিকে বেশি ঝুঁকছেন। ভারতীয় বিভিন্ন টিভি সিরিয়ালের নামে মেয়েদের পোশাক বেশ ভালই বিক্রি হচ্ছে বলে জানালেন দোকানীরা। এবারে মেয়েদের পোশাকের মধ্যে বেশী চলছে ভানুমতি, রাখী-বন্ধন, গাউনের থ্রী পিস, জলপরী ও সাত ভাই চম্পা। তবে ভারতীয় গাউনের চাহিদা একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে। মেয়েদের এসব পোশাকের দাম দেড় হাজার থেকে শুরু করে চার হাজার
টাকা পর্যন্ত। তবে ছেলেরাও পিছিয়ে নেই। তাদের প্যান্টের মধ্যে ডফ, হিরো, কেন্দীড্ড ও টাইগার চলছে বেশী। ছেলেদের ছয়শ’ টাকা থেকে শুরু করে তিন হাজার টাকায় পযন্ত এসব প্যান্ট পাওয়া যাচ্ছে। ছোট বাচ্চাদের পাঞ্জাবী, ফতুয়া, শার্ট এবং টি-শার্ট সহ বিভিন্ন রকমারী পোশাক বেশ ভালই বিক্রি হচ্ছে। বড়দের চেয়ে ছোটদের পোশাকের দামও কম নয়। শাট-প্যান্ট, সালোয়ার-কামিজ, পায়জামা-পাঞ্জাবী এবং শাড়ির সাথে ম্যাচ করে জুতা-সেন্ডেল কিনতেও ভুল করছেন না ক্রেতারা। মেয়েরা সাজগোজের জন্য চুড়ি-
ফিতা, মেহেদী, বিভিন্ন ধরণের প্রসাধনী কেনার পাশাপাশি ইমিটেশনের গহনাও কিনছেন। অবস্থাশালীরা ছুটছেন স্বর্ণের দোকানে ঈদ উপলক্ষ্যে পছন্দের গহনা কিনতে। অনেকেই ঈদে ঘর সাজাতে টিভি-ফ্রিজ এবং সোফাও কিনছেন। দাম নিয়ে এক ক্রেতা জানান, মোটামোটি ঠিকই রয়েছে তবে বিদেশী কাপড়ের দাম একটু বেশী বলেই মনে হয়। বিক্রতারা জানান, বেচা-কেনা একটু কম তবে
সরকারী-বেসরকারী চাকুরীজীবিদের বেতন-বোনাস হলে বেচা-কেনা আরও বাড়বে বলে তারা আশা করছেন। এদিকে ক্রেতা-বিক্রেতার নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেক মার্কেট ও বিপণনী বিতানগুলোতে আইন-শৃংখলা বাহিনীর সদস্যদেও উপস্থিতি রয়েছে চোখে পড়ার মত।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০