নাটোর প্রতিনিধি: নাটোর সদর উপজেলার লোচনগড় গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের মহিলাসহ ৩জন সদস্যকে হাত দিয়ে এলোপাথারি মেরে আহত করেছে । এঘটনায় আহত হয় , নূর হোসেন ও আবুল কালাম, আন্জুমান আরা ও স্কুল ছাত্রী আঁখি আকতার। আহতদের উদ্ধার করে নাটোর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। ।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানাযায় ,মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় দিকে সদর উপজেলার লোচনগড় গ্রামের প্রভাবশালী ছোটন হোসেনের সাথে র্দীঘদিন ধরে দরিদ্র কৃষক কালামের জামি সংক্রান্ত বিরোধ চলে আসছিল । ছোটন হোসেন তার ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনি নিয়ে আবুল কালামের বাসায় যায় । ছোটনের সন্ত্রাসী বাহিনী আবুল কালামসহ পরিবারের ৩সদস্যকে হাত দিয়ে এলোপাথাড়ি মারপিট করে আহত করে। পরে তাদের চিকিসার জন্য সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে নাটোর সদর থানায় ভারপ্রাপÍ কর্মকর্তা (ওসি) সিকদার মশিউর রহমান জানান, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের আইনি ব্যবস্থা নেওয়া হবে।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০