নাটোর প্রতিনিধি :
নাটোরে নিখোঁজের একদিন পর কামরুল ইসলাম (২০) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার রাত ৯টার দিকে সদর উপজেলার হালসা গ্রামের জনৈক নুরুর ইসলামের বাঁশ বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। এসময় বিশ্ববিদ্যালয় ছাত্রের চোখ উঠানো অবস্থায় ছিল।
নিহত কামরুল ইসলাম হালসা গ্রামের আফাজ উদ্দিনেনর ছেলে। সে নাটোর শহরের চকরামপুরে অবস্থিত রাজশাহী সায়েন্স এন্ড টেকনোলজি (আরএসটিইউ) বিবিএ শেষ বর্ষের ছাত্র।
নাটোর সদর থানার ওসি তদন্ত ফরিদুল ইসলাম জানান, শনিবার রাত ৯টার দিকে মোবাইল ফোনে কামরুল ইসলাম কে বা কাহারা ডেকে নেয়। এরপর আর বাড়ি ফিরেনি সে।
রবিবার সন্ধ্যায় স্থানীয়রা বাঁশ বাগানের ভিতর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এসময় একটি চোখ উঠানো অবস্থায় ছিল।
খবর পাওয়ার পর ঘটনাস্থলে ছুটে যান পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষ।
নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত বলেন, নিহতের মোবাইল ফোনের কললিস্ট চেক করা হচ্ছে। কেন হত্যা করা হয়েছে, সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০