নাটোর প্রতিনিধি: চেক ডিজ অনার মামলার রায়ে নাটোর সদর সিনিয়র সহকারি সহকারি জজ আদালতের নাজির মাহবুব কায়সার রানাকে ১০ মাস ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাইফুর রহমান সিদ্দীক এ রায় দেন। একই সাথে বাদিকে ১০ লাখ টাকা প্রদান ও জরিমানা হিসাবে রাষ্ট্রীয় কোষাগারে ১০ হাজার টাকা জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।বাদিপক্ষের আইনজীবী আবুল হোসেন জানান,পাওনা পরিশোধের জন্য গত বছরের ১ জানুয়ারি নাটোর শহরের বড়গাছা এলাকার মনোয়ার হোসেনকে ১০ লাখ টাকার একটি চেক প্রদান করেন অভিযুক্ত কোর্ট নাজির মাহবুব কায়সার রানা।কিন্তু রানার ব্যাংক একাউন্টে টাকা না থাকায় চেকটি ডিজ অনার হয়।বিষয়টি নাজিরকে জানানোর পর তিনি কর্নপাত করেননি।পরে একই বছরের ১১ মার্চ মনোয়ার হোসেন আদালতে নাজিরের বিরুদ্ধে মামলা দায়ের করেন।সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক আজ এ আদেশ দেন।
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০