নাটোর প্রতিনিধি: "মানুষ সংঘবদ্ধ হলে পৃথিবী বদলে যেতে পারে" এই স্লোগান নিয়ে মজিব বর্ষ উদযাপন উপলক্ষে নাটোরের বাগাতিপাড়া নওপাড়ায় চা উৎসব ও গুনীজন সম্বর্ধনা এবং আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বাগাতিপাড়া উপজেলার রজব আলী লালনের এক টাকা চায়ের মোড়ে চা উৎসব, গুনীজন সম্বর্ধনা অনুষ্ঠানে শুরুতেই মুক্তিযুদ্ধ বিষয়ক ডিসপ্লে প্রদর্শন করা হয়। দেশের গান গেয়ে অনুষ্ঠানের বরণ করে নেন প্রধান অতিথি নাটোর-১ (লালপুর- বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। সম্বর্ধনা অনুষ্ঠানে বাগাতিপাড়া ডিগ্রী করেজের সাবেক আধ্যাপক আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইউনুস আলী, বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল ইসলাম ঠান্টু, বিশিষ্ট সমাজ সেবক ও চেয়ারম্যান জেনুইন গ্রুপ এইচ এম রশিদ, ক্লিল বাংলাদেশ প্রতিষ্ঠাতা ও প্রধান সঙগঠন মোস্তফা কামাল মিন্টু প্রমূখ।
এদিকে বিনামূল্যে ২ শত জনের ফ্রী রক্তের গ্রুপ পরিক্ষা করা হয়েছে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০