নাটোর প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়া উপজেলায় গাছের সঙ্গে ধাক্কা লেগে রনি (১১) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই আরোহী। মঙ্গলবার (০২ অক্টোবর) দিনগত রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রনি উপজেলার জামনগর হাপানিয়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। আহতরা হলো- একই গ্রামের মিনারুলের ছেলে কাউছার আলী (২৪) ও জাহাঙ্গীরের ছেলে বাঁধন (১২)। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, রাতে তারা তিনজন বাড়ি থেকে মোটরসাইকেলে করে জামনগর বাজারে যাচ্ছিলো। পথে মোটরসাইকেলের চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তারা গুরুতর জখম হয়।
তাৎক্ষণিক স্থানীয়রা তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন। কাউছার ও বাঁধনের অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে কাউসার রাজশাহী মেডিকেল হাসপাতালে মারা যায়।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০