নিজস্ব প্রতিবেদক : নাটোরে খৈলের ট্রাক থেকে ৫৯৬ বোতল ফেন্সিডিল উদ্ধার ও ৫ জনকে আটক করেছে র্যাব-৫। আটককৃতরা হলো, চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চক আলমপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে রয়েল আলী (২৬), মধ্যবিনোদপুর এলাকার কুবুল আলীর ছেলে ইনসারুল (২৬), শিবগঞ্জ থানার লসমানপুর গ্রামের মৃত লুঃফুলের ছেলে আব্দুস সালাম (৬০), শিমুলতলা বালুচর এলাকার আব্দুর রহিমের ছেলে সোহেল রানা (২২) ও মহারাজপুর এলাকার সাদিকুলের ছেলে আব্দুল করিম (১৯)।
রোববার বিকেল সাড়ে ৩টায় নাটোর জেলার সদর থানাধীন একডালা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র্যাব জানায়, র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নাটোরে অভিযান চালিয়ে খৈল ভর্তি ট্রাক থেকে ৫৯৬ বোতল ফেন্সিডিল ও ১৩৬৯০ কেজি খৈল উদ্ধার করে। আটককৃতদের বিরুদ্ধে নাটোরে সদর থানায় মামলা দায়ের করা হয়।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০