বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে কারিতাসের সাফবীন প্রকল্পের উদ্যোগে কৃষকদের শিক্ষণীয় মেলা ও গনসচেতনতা কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বনপাড়া কালিকাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বুধবার সন্ধ্যায় দুই দিনব্যাপী এই আয়োজনের সমাপনী হয়।
কারিতাসের রাজশাহী আঞ্চলিক পরিচালক সুকলেস জর্জ কস্তার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গিয়াসউদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সামাদ, সাবেক ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল, বনপাড়া ধর্মপল্লীর প্রধান পাল-পুরোহিত ফাদার বিকাশ হিউবার্ট রোজারিও, সাফবীন প্রকল্প কর্মকর্তা তন্ময় কুমার, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পিকেএম আব্দুল বারী প্রমূখ। দুই দিন ব্যাপী এই শিক্ষণীয় মেলায় উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত সহস্রাধিক কৃষক খাপ খাওয়ানো উপযোগী খামার ও জীববৈচিত্রের কৃষি ব্যবস্থা সম্পর্কে জ্ঞান লাভ করে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০