নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলার ঐতিহ্যবাহী কলম উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ৯৪ বছর পূর্তি উৎসব ও পূর্ণমিলনী। শুক্রবার দুপুরে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
পরে এক আলোচনায় বক্তব্য রাখেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মখলেছুর রহমান বাবর , গাজিপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সবুরসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা।
এর আগে সকালে বিদ্যালয় প্রঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় । এতে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেয়।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০