নিজস্ব প্রতিবেদক :
নাটোরে এসএসসি পরীক্ষার রেজাল্ট পরিবর্তনকারী চক্রের রানা আহাম্মেদ (১৮) নামের এক সদস্যকে আটক করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ান র্যাব-৫। গতকাল সোমবার রাতে র্যাব-৫ নাটোর সিপিসি-২ ক্যাম্পের একটি দল তাকে গুরুদাসপুর থানার খামারপাথিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক রানা গুরুদাসপুর থানার মেহের আলীর ছেলে।
র্যাব জানায়, র্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নাটোরের গুরুদাসপুর এলাকায় এসএসসি পরীক্ষার রেজাল্ট পরিবর্তনকারী চক্রের সদস্য রানা রেজাল্ট পরিবর্তনের কথা বলে বিকাশের মাধ্যমে টাকা নিচ্ছে। বিষয়টি জানতে পেরে র্যাব ওই এলাকায় অভিযান চালিয়ে রানাকে পেনড্রাইভ, মেমোরী কার্ড, ল্যাপটপ ও পাওয়ার ব্যাংকসহ আটক করে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আরো জানানো হয়।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০