নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এস পাটোয়ারী কোয়ালিটি এডুকেয়ার ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, নবীনবরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং বিজ্ঞান ও রোবটিক্স মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুই ব্যাপী এই বর্ণাঢ্য আয়োজনের শেষ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ পিএএ।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ডা. হোসনে আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরন, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজ, জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রউফ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু গৌরপদ মন্ডল সহ বিভিন্ন সুধীজন, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০