নাটোর প্রতিনিধিঃ নাটোর সদর উপজেলার হয়বতপুর এলাকার ফসলের মাঠ থেকে নাজমুল হোসেন স্বপন (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (০৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি হয়বতপুর উত্তরপাড়ার আব্দুল জব্বারের ছেলে।
নাটোর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেল রানা জানান, সোমবার রাতের খাবার খেয়ে নিজের ঘরে ঘুমাতে যান স্বপন। সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের কৃষি জমিতে তার মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। খবর পেয়ে দুপুরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরো জানান, নিহত যুবকের বাম চোখ ও মুখে আঘাতের চিহ্ন দেখা গেছে। তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০