নাটোর প্রতিনিধি: নাটোর সদর হাসপাতালের গাইনী ওয়ার্ডে এক মায়ের গর্ভে ১১ বছর পর জন্ম নিল ৪টি সন্তান। নাটোরের সিংড়া উপজেলার ভাগনাগরকান্দি গ্রামের কৃষক মিলন হোসেন শুক্রবার তার গর্ভবতী স্ত্রী সাহিদাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে গাইনী ওয়ার্ডে ভর্তি করনে ।
আজ বৃহস্পতিবার দুপুর ১টা ৫৫ মিনিটে আধুনিক সদর হাসপাতালের গাইনী ওয়ার্ডে স্বাভাবিক ভাবে জন্ম নেয় ৩টি কন্যা ও ১টি পূত্র সন্তান।
নাটোর সদর হাসপাতালের আরএমও ডা. মাহাবুবুর রহমান জানান,২টি শিশু সম্পূর্ন সুস্থ্য। তবে বাকি দু'টি শিশুর ওজন অত্যন্ত কম হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে অনেক চিকিৎসায় ১১ বছর পর ৪টি সন্তান হওয়ায় খুশি সাহিদা-মিলন দম্পতি সহ তাদের স্বজনরাও।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০