নিজস্ব প্রতিবেদক :
নাটোরের গুরুদাসপুরে অভিযান চালিয়ে র্যাব চলতি এইচএসসি প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের মুল হোতা রিপন আলী (২৩), কে আটক করেছে। আটক যুবক গুরুদাসপুর থানার লক্ষীপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। ৮ তারিখ তাকে লক্ষীপুর গ্রাম থেকে আটক করা হয়।
র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল ৮ এপ্রিল
আনুমানিক ৩.১৫ টার দিকে নাটোর জেলার গুরুদাসপুর থানাধীন লক্ষীপুর গ্রামে অভিযান চালিয়ে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের মুল হোতা রিপন আলীকে আটক করে। সে সারা দেশব্যাপী সোস্যাল মিডিয়ার মাধ্যমে এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের অন্যতম হোতা।
এইচএসসি পরীক্ষা-২০১৯ চালাকালীন সময়ে র্যাবের এ ধরনের আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং আরও জোরদার করা হবে বলে আরো জানানো হয়।
খবর ২৪ ঘণ্টা/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০