নাটোর প্রতিনিধি: উচ্চ শিক্ষায় অধ্যয়নরত জেলার ৩১ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার্থীর জন্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাদ্দকৃত প্রত্যেককে ২৫ হাজার টাকা করে মোট ৭লাখ ৭৫ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ।
অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আশরাফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার লিটন কুমার সাহা, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জজ কোর্টের পি পি এডভোকেট সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু এবং শিক্ষার্থীদের মধ্যে তপু এক্কা ও সীমা রাণী ওরাও।#
এসময় বক্তার বলেন, দেশের মানুষের কল্যাণে নিবেদিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে দেশের উন্নয়ন নিশ্চিত করতে চান। কোন ব্যক্তি বা গোষ্ঠি যেন অনগ্রসর না থাকে-এই চিন্তাধারায় অনগ্রসর বিভিন্ন জনগোষ্ঠিকে এগিয়ে নিতে কার্যকর সকল পদক্ষেপ গ্রহন করা হয়েছে। উন্নয়নের এই স্রোতধারায় সম্পৃক্ত করতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার্থীদের জন্য বৃত্তি এবং অসহায় ব্যক্তিদের জন্য অনুদান ও বিভিন্ন ভাতার ব্যবস্থা করা হয়েছে। নৃ-গোষ্ঠির শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা গ্রহন করে দেশের সেবায় নিয়োজিত হবেন বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০