নাটোর প্রতিনিধি নাটোরের সিংড়ায় ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আশিকুর রহমান আশিক নামের এক যুবলীগ নেতাকে আটক করেছে র্যাব-১২, সিরাজগঞ্জ। বৃহস্পতিবার সিংড়া পৌর শহরের পাড়া জয়নগর মহল্লার একটি বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। আটক আশিক উপজেলার সাঁতপুকুরিয়া গ্রামের আহসান হাবিবের পুত্র ও উপজেলা যুবলীগের সমাজকল্যাণ সম্পাদক। পরে তাঁকে সিংড়া থানায় হস্তান্তর করা হয়।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা বলেন, তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে, আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। খবর২৪ঘন্টা/এবি
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০