নাটোর প্রতিনিধি: অবৈধ ও মেয়াদোত্তীর্ন ঔষধ দিয়ে চিকিৎসা করে সাধারন মানুষকে প্রতারনা করার অভিযোগে নাটোরের একটি আয়ুরবেদিক ও ৪ টি হোমিও চিকিৎসালয়ে ৩ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় ১২ লক্ষাধিক টাকার অবৈধ ও মেয়াদ উর্ত্তিন ঔষধ জব্দ করে ধংস করা হয়। এছাড়া ওই প্রতিষ্ঠানগুলোকে এক মাস বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে। মঙ্গলবার র্যাব-৫ এর ভ্রাম্যমান আদালত শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় ও মালামাল জব্দ করে।
ভ্রাম্যমান আদালতের বিচারক নাটোর সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) শামীম ভুইয়া ও র্যাব ৫ সিপিসি ২ এর এএসপি আজমল হোসেন জানান, দীর্ঘ দিন ধরেই নাটোরবাসীর অভিযোগ বিভিন্ন হোমিও চিকিৎসালয়গুলোতে রোগীর চিকিৎসার নামে প্রতারনা করে আসছে। এমন অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার শহরের কানাইখালী এলাকার একটি হোমিও চিকিৎসালয়ে ঔষধ
প্রশাসনের তত্বাবধায়ক মাখনুন তাবাসসুমের সমন্ময়ে অভিযান চালায় র্যাব। এ সময় সেখান থেকে বিপুল পরিমান অবৈধ ও মেয়াদ উর্ত্তিন ঔষধ জব্দ এবং ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে শহরের আরো তিনটি হোমিওপ্যাথী চিকিৎসালয়ে ১ লাখ ৭০ হাজার টাকা এবং একটি আয়ুরবেদিক চিকিৎসালয়ে অভিযান চালিয়ে সেখান থেকেও বিপিুল পরিমান অবৈধ ও মেয়াদ উর্ত্তিন ঔষধ জব্দ ও এক লাখ টাকা জরিমানা করা হয়। এসময় ওই প্রতিষ্ঠানগুলোকে এক মাস বন্ধ রাখারও নির্দেশ দেন ভ্রাম্যমান আদালতের বিচারক। পরে জব্দকৃত ঔষধগুলো মাটিতে পূতে ধংস করা হয়।
খবর২৪ঘণ্টা.কম/জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০