নাটোর প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগের একক প্রার্থীর পক্ষে ট্রেন থামিয়ে বিক্ষোভ করা হয়েছে। এসময় আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ওই প্রার্থীকে।
বৃহস্পতিবার দুপুরে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) সংসদীয় এলাকার বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি রেলস্ট্রেশন এলাকায় এই ঘটনা ঘটে।
তবে প্রায় ৩০মিনিট পর ট্রেন চলাচল স্বাভাবিক হলেও রিপোর্ট লিখা পর্যন্ত বিক্ষোভ অব্যাহত রয়েছে।
বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু ও প্রত্যক্ষদর্শীরা জানান, নাটোর-১ সংসদীয় এলাকায় আ’লীগ থেকে কর্ণেল রমজান আলী এব্ং শহিদুল ইসলাম বকুলকে মনোনয়নের চিঠি দেয়া হয়। তারা যাচাই-বাছাইয়ে বৈধ বলে ঘোষিতও হন।
বৃহস্পতিবার ১১টার পর থেকে মালঞ্চি রেলগেট এলাকায় বকুলের হাজার হাজার সমর্থক রেললাইন অবরোধ করে বকুলকে একক প্রার্থী ঘোষণার দাবীতে বিক্ষোভ করতে থাকে। এসময় খুলনাগামী একটি মালবাহী ট্রেনসহ ২টি ট্রেন ওই প্লাটফর্মে থেমে থাকতে বাধ্য হয়। বিষয়টি জানতে পেরে উপজেলা ভূমি কর্মকর্তা(এসিল্যান্ড) মেরিনা সুলতানা ঘটনাস্থলে পৌছে আচরণবিধি লঙ্ঘনের দায়ে বকুলের বিরুদ্ধে ৩০ হাজার টাকা জরিমানা করেন। এসময় ঘটনাস্থলে পুলিশ পৌছে বিক্ষোভকারীদের সরিয়ে দিলে প্রায় ৩০ মিনিট পর ট্রেনচলাচল স্বাভাবিক হয়।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০