নাটোর প্রতিনিধি: গোপাল ভোগ জাতের আম সংগ্রহের মধ্য দিয়ে নাটোরে আনুষ্ঠানিক ভাবে শুরু হলো চলতি মৌসুমের আম সংগ্রহ কার্যক্রম। বুধবার দুপুরে নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের পাইকপাড়া আম বাগানে আমি সংগ্রহ উপলক্ষে বাজারজাতকণ বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা শেষে আনুষ্ঠানিক ভাবে আম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহম্মদ শাহরিয়াজ। এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক সুব্রত সরকার,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম সহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।
সভা শেষে পাইকপাড়া এলাকার মেহেদী হাসান রতনের আম বাগান থেকে আম আহরণ করে এর উদ্ধোধন করে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ ।
এবার নাটোর জেলার ৫ হাজার ৫শ ২০ হেক্টর জমির বাগান থেকে প্রায় ৮০ হাজার মেট্রিক টন আম উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। রাসায়নিক পদার্থের অপব্যবহার রোধ করে পরিপক্ক আম প্রাপ্তি নিশ্চিত করতে এ উদ্যেগ বলে মনে করছেন আয়োজকরা।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০