নাটোর প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়ায় ৫ দিন ব্যাপি ২৮তম "অমর একুশে" বই মেলায় ২৮ টি প্রদীপ প্রজ্জ্বোলন ও ফানুস উড়ানোর মধ্যে দিয়ে উদ্বোধন করা হয়েছে।
বুধবার রাতে "আমরা ক'জন স্পোটিং ক্লাবের আয়োজনে বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
তৌফিকুর রহমান শ্রাবণের সভাপতিত্বে বই মেলার উদ্বোধনীী আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দেবী পাল, ভাইস চেয়ারম্যান আবদুল হাদি,বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায়, মেলা উদযাপন পরিষদের আহবায়ক মুস্তাফিজুর রহমান শফিক সহ অন্যান্যরা। তানজামুল সরকার পিয়াসের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে ৫ টি নতুন বই এর মোড়ক উন্মোচিত করেন অতিথিরা।
আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলায় প্রতিদিন যাত্রাপালা সহ বাংলা সংস্কৃতির নানা অনুষঙ্গ তুলে ধরা হবে। মেলায় ৫০ টি স্টল অংশ নিচ্ছে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০