নাটোর প্রতিনিধি: নাটোরের স্বর্ণকার পট্টিতে তিনটি জুয়েলারী কারখানায় ঘরের তালা ভেঙ্গে প্রায় ৭ লাখ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতের শহরের পিলখানা মোড় এলাকায় স্বর্ণকার পট্টিতে এই চুরির ঘটনাটি ঘটে। শুক্রবার সকালে কারখানায় কর্মচারি এসে দেখে কারখানার দরজার তালা ভংগা পরে জানাজানি হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল আসে। পরে পুলিশ সুপার লিটন কুমার সাহা ঘটনাস্থল পরিদর্শন করেন।
জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা ও জুয়েলার্স মালিক সমিতির সভাপতি নিপেন্দ্র নাথ কর্মকার জানান, শহরের স্বর্ন পট্রি পিলখানা এলাকার একটি মার্কেটের ভিতরের ওমর আলী, সোহাগ ও মিন্টু রায়ের তিনটি জুয়েলারী কারখানার কারিগররা বৃহস্পতিবার রাতে কাজ শেষে কারখানা বন্ধ করে বাসায় চলে যায়।
পরে আজ শুক্রবার সকালে মার্কেটের কারিগররা মার্কেটে কাজের জন্য এলে তারা দেখতে পায় বেশ ৩টি কারখানার ঘরের তালা ভেঙ্গে ঘরের বাহিরে তালা পড়ে আছে । এরপরে তারা বিষয়টি কারখানা মালিক ও আশেপাশের কারখানার মালিকদের জানান। পরে পুলিশকে বিষয়টি জানানো হলে খবর পেয়ে নাটোর থানা পুলিশ ঘটনাস্থলে আসে।
নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা ঘটনাস্থল পরিদর্শন করেন। চুরির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বিস্তারিত পরে বলা যাবে বলে জানান পুলিশ সুপার।
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০