রাজশাহী (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়া বড় বারইহাটি এলাকা থেকে ইযাবাসহ শামীম ও মকিম নামে ২ যুবককে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র্যাব-৫। শনিবার রাত সাড়ে দশটার দিকে ৪৮৫ পিস ইয়াবাসহ ওই ২জনকে আটক করা হয়। আটককৃত শামীম সিংড়া উপজেলার কলেজপাড়া এলাকার মৃত শাহজাহান আলীর ছেলে এবং মুকিম একই উপজেলার বড় বারৈহাটি গ্রামের মৃত মোহাম্মদ বেগ এর ছেলে।
নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার (র্যাব-৫ সিপিসি-২) এর এএসপি মোঃ আজমল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এ একটি দল অভিযান পরিচালনা করে বড় বারৈহাটি গ্রামে ইয়াবা বিক্রিকালে মুকিম এবং শামীম কে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জন সমক্ষে স্বীকার করে যে তারা এই ইয়াবা বিক্রি করে আসছিল বলে জানায়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরর পর সিংড়া থানায় হস্তান্তর করা হয়।
খবর২৪ঘন্টা / সিহাব
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০