নাটোর প্রতিনিধি: নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার শেরকোল থেকে বন্দর পর্যন্ত ভেপু ও ইটভাটার ট্রাকের মাটি পড়ে মহাসড়কে বৃষ্টির পানিতে মাটি কাদা হওয়া রাস্তার বেহাল অবস্থা সৃষ্টি করার দায়ে ২টি ইটভাটাকে জরিমানা করেছে ভ্রম্যমান আদালত ।
শনিবার দুপুরে সিংড়া উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট সন্দ্বীপ কুমার সরকার এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ.কে.এস ও এ.কে.সি নামের ২টি ইটভাটার মালিককে ৪০ হাজার টাকা করে ৮০ হাজার টাকা জরিমানা ও সিলগালা করেছে। আবুল খায়ের নামের এক ব্যক্তিকে মাটি ভরাট করার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০