নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় ১১৭পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়িকে আটক করেছে সিংড়া থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলায় পৃথক পৃথক অভিযানে তাদের আটক করা হয়। আটককৃত হলো, নাটোর সদর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামে আছিমদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৪৫), তার স্ত্রী সিংড়া পৌর শহরের পেট্টো মহল্লার সাবিনা (৪০) এবং সরকারপাড়া মহল্লার শহিদুল ইসলামের স্ত্রী সালমা বেগম (৩৫)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিংড়া থানার এসআই সাজ্জাদুল ইসলাম, আনহার হোসেন ও ইলিয়াস কবিরের নেতৃত্ব সিংড়া উপজেলার পেট্টোবাংলা ও সরকার পাড়া মহল্লায় অভিযান পরিচালনা করা হয়। এসময় নিজ বাড়ি থেকে আনোয়ার হোসেন ও তার স্ত্রী সাবিনাকে ৬৩পিচ এবং সরকার পাড়া মহল্লা থেকে সালমা বেগমকে ৫৪পিচ ইয়াবা সহ আটক করা হয়।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় পৃথকভাবে মামলা দায়ের হয়েছে। আসামীদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০