নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় সড়ক দূর্ঘটনায় তুষার আলী ( ৩০) নামে একজন নিহত দুই জন আহত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় নাটোর - বগুড়া মহাসড়কে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। নিহত তুষার নাটোর কানাইখালী এলাকার ইয়াদত আলীর ছেলে বলে জানা গেছে। সে সিংড়া বাসস্ট্যান্ডের রোগ মুক্তি ঔষধের দোকানের কর্মচারী ছিলো।
জানা যায়, নাটোর থেকে সিংড়ায় কর্মস্থলে আসার পথে শেরকোল এলাকায় সিএনজি ট্রাকের সংঘর্ষে তুষার সহ তিন জনগুরুতর আহত হয়।
স্থানীয়রা তাদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত ডাক্তার তুষার কে মৃত ঘোষণা করা হয় এবং সিংড়া উপজেলার চোরা গ্রামের জাহিদ ও তার স্ত্রী কে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
খবর২৪ঘন্টা/এব
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০