নাটোর প্রতিনিধিঃ নাটোরের সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজের নবম শ্রেনীর ছাত্রী কেয়াকে অপহরণের অভিযোগ করেছে সিংড়া থানায় তার পরিবার।
রোববার (১৬ জুন) সকাল ১১ টার দিকে মটর সাইকেলযোগে ঐ ছাত্রীকে ২/৩ জন দুর্বৃত্তের সহায়তায় অপহরণ করা হয় বলে জানা গেছে। এ বিষয়ে সিংড়া থানায় অভিযোগ করলেও তিনদিন পরও উদ্ধার করতে পারেনি পুলিশ।
জানা যায়, রাখালগাছা গ্রামের কোরবান আলীর কন্যা কেয়া স্কুলে যাতায়াতের পথে হাতিগাড়া মহল্লার রফিকের পুত্র রাকিব প্রায় রাস্তায় উত্যক্ত করতো। গত ১৬ জুন সকাল সাড়ে ৭ টার দিকে স্কুলে চলে আসে, ঐদিন সকাল সাড়ে দশটার দিকে পূর্ব পরিকল্পিতভাবে রাকিবসহ দু তিনজন তাকে জোড়পূর্বক মটরবাইকে তুলে জলারবাতা হয়ে বগুড়ার দিকে চলে যায়।।
সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, আসামিসহ মেয়েকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০