নাটোর প্রতিনিধিঃ “আমাদের মজার স্কুল”, একটি স্বেচ্ছাসেবা মূলক স্কুল ।সিংড়া উপজেলার প্রাণকেন্দ্রে খোলা আকাশের নিচে চলে আমাদের মজার স্কুল এর ক্লাস। ২০১৭এর ৬জানুয়ারি মাত্র ৩০জন শিশু নিয়ে যাত্রা শুরু করে এ স্কুলটি ।তবে বর্তমানে শিশু ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ৩০০। ধনী গরিব সকল শিশু এক সারিতে বসে এখানে সব কিছু শেখে মজা করে করে। এ স্কুলের প্রতিষ্ঠাতা জনাব চঞ্চল মাহমুদ ।
চঞ্চল মাহমুদ জানান, “শিশুদের ধরাবাধা সিলেবাসে বা চাপ দিয়ে নয়, শিশুদের শেখাতে হবে মজা করে আনন্দ বিনোদনের মধ্য দিয়ে"। এখানে বর্ণমালা, অভিনয়ের মাধ্যমে ছড়া বলা, নৈতিক গল্পের মাধ্যমে নৈতিকতা, ভাল অভ্যাস শেখানো হয়। ক্লস চলে সপ্তাহে দুদিন, মঙ্গল ও শুক্রবার। প্রতিদিন ক্লাসের শেষে শিশুদের দেওয়া হয় কেক, বিস্কুট অথবা চকলেট।
প্রতিষ্ঠাতা চঞ্চল মাহমুদ আরো বলেন, "স্কুলের সকল খরচ চলে আমার টিউশনের টাকা দিয়ে ।এজন্য আমাকে অনেক গুলো টিউশনি করাতে হয় ।তবে কখনো কেউ কেউ বাচ্চাদের জন্য চকলেট বা কেক নিয়ে স্কুলটি দেখতে আসে।
দিনদিন স্কুলের খরচ বেড়েই চলেছে ।কেউ যদি অর্থনৈতিক ভাবে স্কুলটিতে সহযোগীতা করলে আমাদের সুবিধা হবে ।কারণ ‘আমাদের মজার স্কুল’ নিয়ে অনেক বেশি আশা ও স্বপ্ন আছে আমার "। এছাড়া শিশুদের জন্য রয়েছে বেশ কিছু খেলনা, যা নিয়ে শিশুরা আনন্দে মেতে থাকে। ১৬ জন স্বেচ্ছাসেবী শিক্ষক নিয়ে চলছে “আমাদের মজার স্কুল”। সত্যি ব্যতিক্রমধর্মী একটি স্কুল এটি,আমার মনে হয় বাংলাদেশে এটাই প্রথম স্কুল হয়তো। এই স্কুলটিকে আরও এগিয়ে নিতে আমাদের ধনী, সামর্থ্যবানদের এগিয়ে আসা প্রয়োজন। কারণ “আমাদের মজার স্কুল” স্বপ্ন দেখে ছোট্ট ছোট্ট পায়ে পৌঁছে যেতে চায় চাঁদের পাহাড় ।
খবর২৪ঘণ্টা.কম/জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০