নাটোর প্রতিনিধি:
৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের ডাকা ৪৮ ঘন্টার ধর্মঘটের কারণে আজ রবিবার সকাল থেকেই নাটোরের সাথে সারাদেশের সকল রুটের যান চলাচল বন্ধ রয়েছে। ফাঁকা হয়ে গেছে সড়ক মহাসড়ক গুলো। রবিবার সকালে বড়-হরিশপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সহ নাটোরের মাদ্রসার মোড় বাসস্ট্যান্ড থেকে কোন ধরনের বাস চলাচল করতে দেখা যায়নি। বন্ধ
রয়েছে পন্যবাহী যান চলাচল। সপ্তাহের প্রথম কর্ম দিবসে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ সহ সাধারণ যাত্রীরা। গন্তব্যের জন্য ছোট ছোট যানবাহনই তাদের একমাত্র ভরসা। কর্মবিরতির নামে পরিবহন শ্রমিক-কর্মচারীদের হঠাৎ ধর্মঘট। তাই ভোগান্তিতে সাধারন মানুষ। তাই ছোট ছোট যানবহন গুলোতে এভাবেই যেতে হচ্ছে জরুরী প্রয়োজনে।
খবর ২৪ ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০