নাটোর প্রতিনিধিঃ ‘দাও ফিরিয়ে আলো পথ,দূর হোক সংশয়’ এই শ্লোগান নিয়ে আজ বুধবার থেকে নাটোরে শুরু হচ্ছে ৪দিন ব্যাপী নাট্য উৎসব। সাকাম সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ৪৬বছর পূর্তি উপলক্ষে এই নাট্য উৎসবের আয়োজন করা হয়েছে। শহরের শুকুল পট্টি আমিনুল হক গেদু মিলনায়তনে নাটকগুলো মঞ্চায়ন হবে। দীর্ঘ দিন পর নাট্য উৎসবের আয়োজন হওয়ায় উৎসব বিরাজ করছে সাংস্কৃতিক ব্যক্তিদের মাঝে। এবারের নাট্য উৎসবে ৯মে বিকাল ৪টায় নাটোর প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাকাম মিলনায়তনে গিয়ে শেষ হবে।
পরে সেখানে প্রদীপ প্রজ্জলন করে চার দিনের নাট্য উৎসবের উদ্বোধন করবেন নাটোর-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ এবং নাট্য ব্যক্তিত্ব এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মলয় ভৌমিক। সন্ধ্যা সাড়ে ৭টায় প্রথম দিন মঞ্চায়ন হবে রাজশাহী থিয়েটারের নাটক কাটুস-কুটুস। এরপর দ্বিতীয় দিন সিরাজগঞ্জের নাট্যাধার সংগঠনের নাটক ছাগতত্ত্ব, তৃতীয় দিন মুন্সিগঞ্জ জেলার থিয়েটার সার্কেল পরিবেশন করবে নকশি কাঁথার মাঠ এবং চতুর্থ ও শেষ দিনে সাকাম সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাড়া জাগানো নাটক গোলাপের জন্য যুদ্ধ।
নাট্য উৎসব উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক সুবীধ কুমার মৈত্র অলক বলেন, চার দিনের নাট্য উৎসবের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই নাট্য উৎসব কে ঘিরে নাটোরের সংস্কৃতি ব্যক্তিদের মনে উৎসবের আমেজ বিরাজ করছে। আমাদের আহ্বান থাকবে নাটোরবাসীর প্রতি, আপনারা সাকামে এসে নাটক দেখুন। যুব সমাজ কে মাদক ও জঙ্গীবাদ থেকে রক্ষা করুন।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০