নাটোর (লালপুর)প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে চাপা দিয়ে গাছের সঙ্গে ধাক্কা দেয় ট্রাক। এতে ট্রাক ও অটোরিকশার চালকরা নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে কদম চিলান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকের হেলপার আহত হয়েছেন।
নিহতরা হলেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ গ্রামের বাসিন্দা অটোরিকশা চালক আলফু এবং বাগেরহাট জেলার কচুয়া এলাকার বাসিন্দা ট্রাক চালক মোস্তাকিম।
জানা যায়, মঙ্গলবার সকালে পাবনা থেকে নাটোরগামী একটি ট্রাক কদম চিলান এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে চাপা দেয় এবং পরে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক আলফু নিহত হন। আহত অবস্থায় ফায়ার সার্ভিস ট্রাকের চালক ও হেলপারকে উদ্ধার করে বড়াইগ্রামের বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে ট্রাক চালক মোস্তাকিম মারা যান।
বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাঈল হোসেন বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বিএ.
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০