নাটোরের লালপুরে প্রাইভেট পড়ে বাড়ী ফিরে স্কুল ছাত্রীর আত্মহত্যা - খবর ২৪ ঘণ্টা
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ১০:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৯, ২০১৯, ৬:৩৬ পি.এম
নাটোরের লালপুরে প্রাইভেট পড়ে বাড়ী ফিরে স্কুল ছাত্রীর আত্মহত্যা
নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে ইসমত আরা খুশী (১৪) নামের এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
সোমবার সকাল ৯ টার দিকে প্রাইভেট পড়ে বাড়িতে ফিরে নিজের কক্ষে ঢুকে সবার অলক্ষ্যে দরজা লাগিয়ে ঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে।
খুশী উপজেলার গোপালপুর পৌর এলাকার বৈদ্যনাথপুর মহল্লার আকবর আলীর মেয়ে এবং গোপালপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী। তার আত্মহত্যার কারণ জানা যায়নি।
এ ব্যাপারে লালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে, ময়না তদন্তের জন্য লাশ নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্তের মাধ্যমে আত্মহত্যার মূল কারন উদঘাটনের চেষ্টা চলছে।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০