নাটোর প্রতিনিধি: অধ্যাপিকা অপু উকিল বক্তব্যে বলেন, " জননেত্রী শেখ হাসিনার নের্তৃত্বে ও স্থানীয় সাংসদ আবুল কালাম আজাদের ঐকান্তিক প্রচেষ্টায় লালপুর-বাগাতিপাড়ার প্রতিটি গ্রাম এখন বিদ্যুতের আলোয় আলোকিত। ফলে এ এলাকার প্রতিটি গ্রামে এখন ইন্টারনেট সংযোগ সহ ডিজিটাল সুযোগ-সুবিধা তৈরি হয়েছে। শুধু লালপুর নয় এমনিভাবে দেশের প্রতিটি অঞ্চলের গ্রাম গুলো ডিজিটাল গ্রামে পরিনত হয়েছে। এজন্য এ এলাকার প্রতিটি মা-বোনের উচিৎ নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রা ত্বরান্বিত করা। নাটোরের লালপুরে আওয়ামী যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধক হিসেবে বক্তব্যে তিনি এ কথা বলেন। শনিবার (১০ মার্চ) লালপুর উপজেলা পরিষদ চত্ত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের ১ম অধিবেশন শেষে ২য় অধিবেশনে অনুষ্ঠানের উদ্বোধক জান্নাতুল ফেরদৌস কেয়াকে সভাপতি ও জহুরানা আক্তার জেরিন কে সাধারন সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষনা করেন।
লালপুর উপজেলা যুব মহিলা লীগের ভারপ্রাপ্ত সভাপতি জেসমিন আরার সভাপতিত্বে সম্মেলনের শুভ উদ্বোধন করেন আওয়ামী যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক অধ্যাপিকা অপু উকিল। প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি ও নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আব্দুল কুদ্দুস। প্রধান বক্তার বক্তব্য রাখেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাড. আবুল কালাম আজাদ। এছাড়া সম্মেলনে বক্তব্য রাখেন রাজশাহী জেলা যুব মহিলা লীগের সভাপতি নারগিস সুলতানা ,নাটোর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও নাটোর জজ কোর্টের পিপি এ্যাড. সিরাজুল ইসলাম, যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এ্যাড. কোহেলী কুদ্দুস মুক্তি, লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারন সম্পাদক ইসাহাক আলী, নাটোর জেলা মহিলা যুব লীগের সভাপতি আঞ্জুমান আরা পপি, সাধারন সম্পাদক পারুল আকতার প্রমুখ।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০