নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙ্গা এলাকায় পাটোয়ারী ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৭হাজার ৯শত ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে র্যাব । এসময় ৩জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
র্যাব-৫ এ নাটোর ক্যাম্পের কমান্ডার (সিপিসি-২) মেজর শিবলী মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে , নাটোরের বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙ্গা এলাকায় পাটোয়ারী ফিলিং স্টেশনের সামনে নিষিদ্ধ মাদক সর্বনাশা ইয়াবা ট্যাবলেট অবৈধ ভাবে ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ীদেরকে হাতেনাতে গ্রেফতার করার লক্ষ্যে র্যাবের কোম্পানী কমান্ডার ও এএসপি মোঃ আজমল হোসেন স্কোয়াড কমান্ডোর এর নেতৃত্বে বুধবার সকাল সাড়ে ৭টার দিকে র্যাবের একটি দল অভিযান পরিচালনা করে ৭হাজার ৯শত ৪০পিস ইয়াবা ট্যাবলেট যার মূল্য-২৩,৮২,০০০ (তেইশ লক্ষ বিরাশি
হাজার) টাকা, ৩টি মোবাইল ফোন ,৫টি সিম কার্ড , ১টি মোটর সাইকেল , নগদ ৬হাজার ৮শত টাকা সহ শীর্ষ মাদক ব্যবসায়ী ভবানীপুর কাচারী পাড়া মোঃ নাহারুল ইসলাম (২৮) পিতা মোঃ আঃ সাত্তার ব্যাপারী, বনপাড়া (সরদার পাড়া) হাসানুজ্জামান সাগর (২৩) পিতা-মোঃ আবুল হোসেন, ভবানীপুর কাচারী পাড়া মোঃ আকসেদ আলী (৩৪) পিতা- মোঃ আবুল খায়ের । তিন মাদক ব্যবসায়ী বড়াইগ্রাম উপজেলায় বাড়ি তাদের হাতেনাতে ইয়াবাসহ গ্রেফতার করে হয়। মাদক ব্যবসায়ীগণ দীর্ঘদিন যাবৎ ইয়াবা সহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত।
খবর২৪ঘণ্টা.কম/জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০