নাটোর প্রতিনিধি: হাইকোর্টের রির্টকে অমন্য করে নাটোরের বিভিন্ন উপজেলায় অবাধে পুকুর খনন করছে কৃষি জমিতে, এরই ধারাবাহিকতায় আজ রবিবার বিকালে বড়াইগ্রাম উপজেলার, জলন্দা মৌজার কৃষি জমিতে অবৈধ ভাবে পুকুর খননের জন্য ভ্রম্যমান আদালত পরিচালনা করেন বড়াইগ্রাম উপজেলার নির্বাহী অফিসার মোঃ আনোয়ার পারভেজ ।প্রায় ১৬ বিঘা জমিতে পুকুর খনন করছে ৫টা ইস্কোভেটর দিয়ে।
খবর পেয়ে ইসকোভেটোরের চালক ও পুকুরের মালিক পালিয়ে যায়। তাংক্ষনিক গাড়ী গুলোর ৬টা ব্যাটারী জব্দ করে জনগনের সামনে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক ও এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার পারভেজ সাংবাদিকদের জানান যে এই ধরনের ভ্রম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।
খবর ২৪ঘণ্টা/ নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০