নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে ট্রলি চাপায় উর্মিলা (৭) নামে এক শিশু নিহত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার নগর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত উর্মিলা নগর ইউনিয়নের তালসো গ্রামের আলীম উদ্দিনের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে নানার সঙ্গে নিজ বাড়ি তালসো থেকে নগর বাজার এলাকার খালার বাড়িতে বেড়াতে যাচ্ছিল উর্মিলা। এ সময় নগর বাজার এলাকায় পৌঁছলে একটি মাটি টানা ছোট পাওয়ার ট্রলি পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই উর্মিলা নিহত হয়।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০