নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে কয়েন বাজার এলাকায় নাটোর-পাবনা মহসড়কের পাশে বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। অজ্ঞাত বৃদ্ধের বয়স ৭০ বছরের কাছাকাছি বলে ধারণা করছে পুলিশ।
বড়াইগ্রাম থানার (ওসি) ইনচার্জ দীলিপ কুমার দাস জানান, উপজেলার কয়েন বাজার বনপাড়া-পাবনা মহাসড়কের পাশের কয়েন বিলে এক বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে।
তিনি আরো বলেন, প্রাথমিকভাবে মরদেহটির পরিচয় পাওয়া যায়নি। আশপাশের থানাসহ বিভিন্ন স্থানে বার্তা পাঠানো হয়েছে।
খবর ২৪ ঘণ্টা/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০