নাটোর প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়ন যুবলীগের বহিস্কৃত সভাপতি জুয়েল রানা ও তার অনুসারীরা জামনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাজেরা খাতুন ও তার স্বামী শাহাজ উদ্দিনকে লাঞ্ছিত করে তাদের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে স্কুলের এক পিয়ন ও শ্রমিককে বেধড়ক মারপিট করেছে। থানায় লিখিত অভিযোগ করেও কোন অভিযুক্ত আটক না হওয়ায় রোববার সকালে বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক ও এলাকাবাসী মানববন্ধন আহবান করেছে।
প্রত্যক্ষদর্শী, প্রধান শিক্ষিকা ও পুলিশ সূত্রে জানা গেছে, বাগাতিপাড়া উপজেলার জামনগর উচ্চ বিদ্যালয়ের নির্মাণ কাজের জন্য গতকাল শুক্রবার মাগরিবের আগে ট্রাকে করে বালি আনার সময় প্রতিবেশী আব্দুল লতিফের আম গাছের একটি ডাল ট্রাকের সাথে লেগে ভেঙ্গে যায়। এতে আব্দুল লতিফের কোন অভিযোগ না থাকলেও জামনগর ইউনিয়ন যুবলীগের বহিস্কৃত সভাপতি জুয়েল ও তার অনুসারীরা ট্রাক আটকে টাকা দাবী করে। ট্রাক চালক বিষয়টি ফোনে প্রধান শিক্ষিকাকে জানালে তাৎক্ষনিক তিনি ও তার স্বামী স্কুলের এক পিয়ন ও একজন নির্মাণ শ্রমিক ঘটনাস্থলে আসেন। এসময় টাকা না দেয়ায় যুবলীগ নেতা জুয়েল রানা এবং তার অনুসারী আরিফ ও ডাবলুসহ অন্যরা প্রধান শিক্ষিকা হাজেরা খাতুন ও তার স্বামী শাহাজ উদ্দিনকে লাঞ্ছিত করে মাটিতে ফেলে দিয়ে তাদের মোবাইল ফোন কেড়ে নেয়। বাঁধা দিতে আসলে বিদ্যালয়ের নাইট গার্ড আব্দুল গণি ও এক নির্মাণ শ্রমিককে হামলাকারীরা বেধড়ক মারপিট করে। এ সময় তারা বিদ্যালয়ের একটি কক্ষে গিয়েও ভাংচুর করে। সংবাদ পেয়ে বাগাতিপাড়া থানান পুলিশ কিছু সময় পরেই ঘটনাস্থল পরিদর্শনে আসেন। এ ঘটনায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাতেই বাগাতিপাড়া মডেল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
এদিকে এই ঘটনার প্রতিবাদে রোববার সকালে বিদ্যালয়ের সামনে ছাত্র-শিক্ষক ও এলাকাবাসী মানববন্ধন আহবান করেছে।
প্রধান শিক্ষিকা হাজেরা খাতুন বলেছেন, বিষয়টি নিয়ে আজ শনিবার বিদ্যালয় পরিচালনা কমিটির মিটিং হয়েছে, হামলাকারীদের আটকের দাবীতে রোববার মানববন্ধন করার ঘোষনা করেছে শিক্ষক,শিক্ষার্থী সহ অভিভাবকরা।
বাগাতিপাড়া থানার ওসি নাজমুল হক মারপিটের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একজনকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, উপজেলার একটি বিড়ি কারখানায় চাঁদাদাবী করে কাজ বন্ধ করে দেয়ায় বেকার হওয়া তিনশ বিড়ি শ্রমিকের দাবীর মুখে প্রায় তিন বছর আগে জুয়েল রানাকে জামনগর ইউনিয়ন যুবলীগের সভাপতির পদ থেকে বহিস্কৃার করা হয়েছে বলে জেলা ও উপজেলা যুবলীগের একাধিক সূত্র নিশ্চিত করেছে। খবর২৪ঘন্টা /এবি
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০