নাটোরের বাগাতিপাড়ায় ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার - খবর ২৪ ঘণ্টা
প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১২, ২০২৫, ৬:০২ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২১, ২০১৯, ৯:১৫ এ.এম
নাটোরের বাগাতিপাড়ায় ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
নাটোর প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে গফুরাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষক গ্রেপ্তার করেছে পুলিশ। ওই শিক্ষকের নাম আবুল কালাম। সে ওই বিদ্যালয়ের ইংরেজীর শিক্ষক। শনিবার সন্ধ্যা ৭টার দিকে তাকে গফুরাবাদ বাজার থেকে গ্রেফতার করা হয়। বাগাতিপাড়া থানার অফিসার ইনচার্জ ওই শিক্ষককে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
ওই ছাত্রীর অভিভাবকদের বরাত দিয়ে ওসি সিরাজুল ইসলাম পিপিএম জানান, শনিবার টিফিন পিরিয়ডে ওই ছাত্রীকে তার ক্লাস রুমে একাকী পেয়ে স্কুলের ইংরেজী বিভাগের শিক্ষক কালাম রুমের দরজা বন্ধ করে দিয়ে তাকে জোরপূর্বক শ্লীলতাহনি চেষ্টা করে। সে ওই ছাত্রীর স্পর্শকাতর স্থানগুলোতে হাত দেয়। এসময় ছাত্রীর চিৎকারে শিক্ষার্থীসহ অন্য শিক্ষকরা ছুটে
এস তাকে তাকে উদ্ধার করে। পরে ছাত্রীর পরিবার থেকে অভিযোগ করা হলে সন্ধ্যার পর স্কুল সংলগ্ন গফুরাবাদ বাজার থেকে শিক্ষক কালামকে গ্রেফতার করা হয়। এ ঘটনার পরও বিদ্যালয়ের শিক্ষকরা অভিযুক্ত কালামকে নিজেদের জিম্মায় রেখে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করে। তবে থানায় অভিযোগ করা মাএ পুলিশ ওই লম্পট শিক্ষককে গ্রেফতার করে।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০