নাটোরের বড়াইগ্রামে মহাসড়কে তারকাঁটার ফাঁদ পেতে সিমেন্ট বোঝাই একটি ট্রাক ডাকাতির চেষ্টা করা হয়েছে।
সোমবার (১ মে) রাত সাড়ে ১০টার দিকে বনপাড়া- হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় এই ঘটনা ঘটে। পরে পুলিশ ও লোকজনের উপস্থিত টের পেয়ে পালিয়ে যায় ডাকাতদল।
পুলিশ জানান,নারায়নগঞ্জ থেকে নওগাঁগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ২০-৩৬৩৭) মানিকপুর বিল এলাকায় পৌঁছালে মহাসড়কে ডাকাত দলের বিছিয়ে রাখা তারকাঁটার ব্যারিকেটের কবলে পড়ে। এসময় তারকাঁটায় পিছনের চাকা পাংচার হলে চালক ট্রাকটি থামান।
মুহুর্তেই ট্রাক চালকের গলায় ছুরি ধরে তাকে জিম্মি করার চেষ্টা করে ডাকাতরা। ট্রাক চালক অস্ত্রধারী এক ডাকাতকে লাথি মারলে সে ছিটকে পড়ে যায়। এসময় অন্য ডাকাতরা এগিয়ে আসার চেষ্টা করতেই অন্য বাসের যাত্রী এবং টহল পুলিশকে দেখে বিলের মধ্যে পালিয়ে যায় পুরো ডাকাতদল।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, খবর পেয়ে পুলিশের বেশ কয়েকটি টিম ঘটনাস্থলে পৌঁছে। ডাকাতদলকে ধরতে বিলে পুলিশের অভিযান চলছে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০