নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে পুলিশ পিটানোর মামলায় আওয়ামী লীগের ৪৫ নেতা কর্মীকে জেল হাজতে পেরন করেছে আদালত। আজ বুধবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্টেট গুরুদাসপুর আদালতের বিচারক মোঃ মমিনুল ইসলামের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে জামিন না মুঞ্জুর করে ৪৫ জন আওয়ামী লীগের নেতাকর্মীকে জেল হাজতে প্রেরণ করা হয়।
আদালত সুত্রে জানাযায়, গত বছর ২০১৭ সালে মে মাসে ১১ তারিখে গুরুদাসপুর উপজেলা স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুসের বর্ধিত সভায় আওয়ামী লীগের অভ্যান্তরিন কন্দলে পৌর মেয়রে নেতাকর্মীর সাথে পুলিশের সংঘর্ষ হয় । পুলিশকে পিটালে পুলিশ বাদি হয়ে গুরুদাসপুর থানায় উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়রসহ শাহনেওয়াজ মোল্লা সহ ৬৬জন আওয়ামী লীগের নেতাকর্মীকে নামে মামলা করেন পুলিশ। পরে পৌরমেয়র সহ ৬ জন হাইকোট থেকে জামিন নেয়, এরপর ৫৯জন জামিন নেয়।
তাদের জামিনের আদেশ শেষ হলে আজ বুধবার দুপুরে নাটোর জজ আদালতে গুরুদাসপুর আমলী আদালতে হাজিরা হয়ে জামিনের আবেদন করলে বিচারক জামিন না মুঞ্জুর করে ৪৫ জনকে জেল হাজতে প্রেরন করেন। আরো ১৪জন আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট ইসু করছে আদালত।
খবর২৪ঘণ্টা.কম/জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০