নাটোর প্রতিনিধিঃ “পরিকল্পিত পরিবারে গড়বো দেশ উন্নয়ন আর সমৃদ্ধির বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে নাটোরে বুধবার সকালে দুই দিন ব্যাপি পরিবার পরিকল্পনা মেলা ফিতা কেটে উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিনা খাতুন।
এসময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জেন আজিজুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড, সিরাজুল ইসলাম পি.পি, নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন, মোহনা টিভির নাটোর জেলা প্রতিনিধি রাশেদুল ইসলামসহ প্রমুখ।
বৃহস্পতিবার সন্ধায় পুরুষ্কার বিতনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপনি হবে। সাধারন মানুষের মাঝে ছোট পরিবার ধারনা উন্মেষ, বাল্য বিবাহ ও কৈশোর বয়সে গর্ভধারণের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, বিশ বছরের পরে গর্ভধারণ , দুটি সন্তানের মাঝে বিরতির সূফল সম্পর্কে জনসাধারনকে উদ্বুদ্ধ করা ও প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা, স্থায়ী ও দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কে এই মেলায় আয়োজন।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০