নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে জেলা পরিবহণ শ্রমিক ইউনিয়ন চাঁচকৈড় শাখার সাধারণ শ্রমিকদের প্রায় ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সভাপতি আবু ইউসুফ মোল্লা, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা ও কোষাধ্যক্ষ শহীদ সরদারসহ কমিটির কতিপয় সদস্যের বিরুদ্ধে। ওই অভিযোগ এনে স্মারকলিপি হস্তান্তর করেছেন শ্রমিকরা।
এ নিয়ে বুধবার শতাধিক পরিবহণ শ্রমিকসহ ড্রাইভার, ক›ডাকটর ও হেলপার শ্রমিক ইউনিয়নের সদস্যবৃন্দ বিক্ষোভ মিছিল করেন।
পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে সমবেত হন এবং ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারি কমিশনার (ভূমি) গণপতি রায়ের কাছে ওই স্মারকলিপি হস্তান্তর করেন। এরপর তারা মিছিল নিয়ে গুরুদাসপুর থানার ওসি মো. সেলিম রেজা ও পৌর সচিব হাফসা শারমিনের কাছে অনুরুপ স্মারকলিপি হস্তান্তর করেন। এতে নেতত্ব দেন উপজেলা ট্যাঙ্কলরি, কাভার্ডভ্যান ও পরিবহণ শ্রমিক
ইউনিয়নের সভাপতি এবং উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, নাটোর জেলা পরিবহণ শ্রমিক ইউনিয়ন চাঁচকৈড়-গুরুদাসপুর শাখার ওইসব নেতৃবৃন্দ চারশত সাধারণ পরিবহণ শ্রমিকদের অর্থ আত্মসাৎ করেছে। যার ফলে ওই শ্রমিকরা মানবেতর জীবন করছে। বিষয়টি বিবেচনাপূর্বক তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০