নাটোর প্রতিনিধি: পঞ্চম ও শেষ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে নাটোরের নলডাঙ্গা উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মঙ্গলবার দুপুরের পর থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেয়া শুরু করেন। বিকেল পাঁচটা পর্যন্ত চলে এ কার্যক্রম।
চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে চার জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আসাদুজ্জামান আসাদ, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান এড. সাখাওয়াত হোসেন, বিএনপি সমর্থিত মোঃ শাহজাহান আলী, আওয়ামীলীগ সমর্থিত ইন্জিয়ার আহমদ আল শাহ ও উপজেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক তৌহিদুর রহমান লিটন। এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মুক্তার হোসেন, সেলিম রেজা, আব্দুল আলিম,আকতার হোসেন ও গোলাম মোস্তফা। সংরক্ষতি মহিলা ভাইস চেয়ারম্যান পদে আসমা বিবি, বর্তমান ভাইস চেয়ারম্যান মহুয়া পারভিন লিপি, শিরিন আকতার ও ফরিদা বেগম তাদের মনোনয়ন পত্র জমা দেন।
নলডাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শাহ মোঃ আবুল কালাম আজাদ জানান, গত ৯ মে এই উপজেলার তফশিল ঘোষণা করা হয়। আগামী ২৩ মে যাচাই বাছাই, ৩০ মে প্রত্যাহার ও ৩১ মে প্রতীক বরাদ্দ করা হবে। আগামি ১৮ জুন এ উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি জানান, এই উপজেলায় ৫৩ টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এখানে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৩৪ হাজার ৪৪৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫১ হাজার ৮৫৩ জন ও মহিলা ভোটার ৫১ হাজার ৬২১ জন।
খবর ২৪ঘণ্টা/ নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০