নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচন সকাল ৯টা থেকে শান্তিপূর্ণভাবে ও উৎসবমূখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। ভোট গ্রহন চলবে বিকাল ৫ টা পর্যন্ত।
অবাধ ও সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অধিনে পুলিশ, বিজিবি ও র্যাবের স্ট্রাইকিং ফোর্স নির্বাচনী এলাকায় টহল দিচ্ছেন। ভোট কেন্দ্রগুলোতে পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে। ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে একের পর এক সুষ্ঠুভাবে ভোট প্রদান করছেন।
এই নির্বাচনে ৩ জন চেয়ারম্যান, ৫ জন ভাইস চেয়ারম্যান ও ৪ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন।
এই উপজেলায় ৫৩টি কেন্দ্রে মোট ১ লাখ ৩ হাজার ৪৭৪ জন ভোটার তাদের ভোট প্রদান করছেন।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০