নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় মন্দিরে আগুন দিয়ে প্রতিমা ভাংচুর করেছে দুবৃর্ত্তরা। মঙ্গলবার রাত দুইটার দিকে উপজেলার মোমিনপুর ঘোষপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এব্যাপারে ওই মন্দির কমিটির সভাপতি অজিত কুমার ঘোষ বাদি হয়ে নলডাঙ্গা থানায় মামলা দায়ের করেছে।
নলডাঙ্গা থানা পুলিশ ও বিপ্রবেলঘরিয়া ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন এবং স্থানীয়রা জানান, উপজেলার মোমিনপুর ঘোষপাড়ায় ঘোষ সম্প্রদায়ের ৮-১০টি পারিবারের একটি পারিবারিক মন্দির ছিল। ইটের দালান ও টিনের চালায় নির্মিত ওই মন্দিরে মঙ্গলবার রাত অনুমান দুইটার দিকে মন্দিরের ভিতরে রক্ষিত বাঁশ ও পাটশলায় আগুন দিয়ে একটি স্বরশতি প্রতিমা ভাংচুর করে পালিয়ে যায় দুবৃর্ত্তরা। মন্দিরে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা পানি ঢেলে আগুন নিভিয়ে দেয়। খবর পেয়ে মঙ্গলবার সকালে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ইউএনও ঘটনাস্থল পরিদর্শন করেন। মন্দির কমিটির সভাপতি অজিত কুমার জানান, রাত দুইটার দিকে কে বা
কাারা মন্দিরে ভিতরে রাখা বাঁশ ও পাটের শলায় আগুন দিয়ে আমাদের একটি স্বরশতি প্রতিমা ভাংচুর করে। তিনি আরোও বলেন, আমাদের গোষ্টির সাথে অন্য গোষ্টির কোন বিরোধ ছিল না। এব্যাপারে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর হোসেন খন্দকার জানান, মন্দিরের ভিতরে এক কোনে কিছু রক্তিত বাঁশ ও কিছু পাটশলায় অগুন লেগেছিল এবং স্বরশতি প্রতিমার দুটি হাত ও মুখমন্ডল ভাংচুর করা হয়। তদন্ত করে প্রকৃত অপরাধীদের খুজে বের করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থ্য নেয়া হবে বলে তিনি জানান।
ঘটনাস্থল পরিদর্শন শেষে ইউএনও রেজা হাসান জানান, ঘটনাটি দেখে মনে হয়েছে ওই ঘোষ সম্প্রদায়ের মধ্যে আতংক ও ভীতি তৈরি করার জন্য এ ধরনের ঘটনা ঘটাতে পারে। তবে ঘটনার সাথে জরিত যেই হোক না কে তাকে খুজে বের করার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। এব্যাপারে ওই মন্দির কমিটির সভাপতি অজিত কুমার ঘোষ বাদি হয়ে নলডাঙ্গা থানায় মামলা দায়ের করেছে। গত সপ্তাহে ওই একই এলাকায় আদিবাসি সম্প্রদায়ের একটি মন্দির ভাংচুর করা হয়েছিল।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০