নাটোর প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গা উপজেলা পীরগাছা এলাকা থেকে মোছাঃ তামান্না খাতুন টিয়া (১৭) নামে এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৯ অক্টোবর) সকাল ৮ টার সময় উপজেলার পীরগাছা এলাকার রাখালগাছা মোড়ে একটি আম বাগান থেকে গাছে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝলন্ত মরদেহটি উদ্ধার করা হয়।
তামান্না খাতুন রাজশাহীর বাগমারা উপজেলার সমসপাড়া গ্রামের মোঃ আব্দুর রশীদের মেয়ে। সে পুঠিয়া উপজেলা সাধনপুর প্গু শিশু নিকেতন সমন্বিত অবৈতনিক ডিগ্রি কলেজের এইচ এসসি’র প্রথম বর্ষের ছাত্রী ছিলো।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোঃ উজ্জল হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এটা হত্যা না আত্মহত্যা তা এখনো জানা যায়নি। মরদেহটি উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো প্রস্তুতি চলছে। পরিবারের সাথে কথা বলে বিষয়টি উদঘাটনের চেষ্টা চলছে।
খবর২৪ঘণ্টা, এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০