নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরের কাছিকাটা বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে ট্রাক-পিকআপ সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে অন্তত ১০জন। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার কাছিকাটা ১০নং ব্রীজ এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নাটোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আকতার হামিদ খাঁন জানান, সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা শ্রমিকবাহী একটি পিকআপ গুরুদাসপুরের নয়াবাজারের উদ্দেশ্য যাচ্ছিল। পিকআপটি কাছিকাটা ১০নং ব্রীজ এলাকায় পৌঁছুলে পেছন থেকে একটি ট্রাক
পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি ছিটকে রাস্তার পাশে পড়ে ঘটনাস্থলেই তিন শ্রমিকের মৃত্যু হয়। এসময় আহত হয় অন্তত ১০জন শ্রমিক। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রেরণ করে এবং নিহতদের লাশ মর্গে প্রেরণ করে। নিহতরা হলো, সিরাজগঞ্জের তাড়াশের রুহুল আমীন এবং আব্দুল কাদের। অপর নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০