নাটোর প্রতিনিধি: নাটোর জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক বেলাল-উজ-জামান, জেলা ছাত্রশিবিরের সভাপতি হামিদুল ইসলামসহ ৫০ নেতাকর্মীকে আটক করেছে সিংড়া থানা পুলিশ।
পুলিশ ও এলাকাবাসীরা জানায়, মঙ্গলবার দুপুরে চকগোপালপুর এলাকায় জামাত-শিবিরের নেতা কর্মীরা গোপন বৈঠক করছিল। এসময গোপন সংবাদের ভিত্তিতে সিংড়া থানা পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে।
নাটোর
জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক বেলাল-উজ-জামান,জেলা ছাত্র শিবির
সভাপতি হামিদুল ইসলাম, সেক্রেটারি নুরুল ইসলাম সহ ৫০ জন আটক। আটকৃতদের সিংড়া থানা হাজতে রাখা হয়েছে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ
(ওসি) নুর-এ-আলম সিদ্দিকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা
হয়েছে। গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে জেলা শিবিরের পক্ষ থেকে গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে মুক্তি দাবি করা হয়েছে। জেলা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক আল-আমিন সাক্ষরিত এক প্রেস রিলিজে গ্রেফতার নেতৃবৃন্দের মুক্তির দাবি জানানো হয়। প্রেস রিলিজে বলা হয়েছে, ছাত্রশিবিরের কর্মীদের ‘‘ করোনা ভাইরাস’’ সংক্রান্ত জনসচেতনামূলক ও সমাজকল্যাণমূলক শিক্ষা সভা হতে নেতাকর্মীদের অন্যায়ভাবে আটক করা হয়েছে, যা সরকারের অগণতান্ত্রিক আচরণের বহিঃপ্রকাশ ও রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত। নেতাকর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে তাদের মুক্তির দাবি জানান ছাত্রশিবিরের এ নেতা।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০